খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসেনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্প মূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা মডেল হাইস্কুল প্রাঙ্গনে সম্প্রতি বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্প মূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল ইউনানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিউট ও হাসপাতাল জামালপুর। জামালপুর জেলার উত্তর পশ্চিমাঞ্চলের পশ্চাৎপদ উপজেলা দেওয়ানগঞ্জ, এখানে যুগের পর যুগ ধরে নদী ভাঙ্গন, অতি বন্যা, খড়া সহ নানা প্রাকৃতিক দূর্যোগ হয়ে থাকে। এখানে শিক্ষার হার খুব কম এবং অর্থনৈতিকভাবে অধিকাংশ মানুষ পিছিয়ে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসেনের উদ্যোগে কয়েক শ মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্প মূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়েছে। অত্রাঞ্চলের শতশত স্বল্প আয়ের মানুষ, গরিব অসহায় লোক বিশেষ উপকৃত হয়েছে। বিনামূল্যে সেবা পেয়ে তারা খুব খুশি।
দেওয়ানগঞ্জে স্বল্প মূল্যে ছানি অপারেশন
