দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সভাপতি ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাবলু, বিএনপির সহসভাপতি আশরাফুল ইসলাম রুহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
