খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে হযরত বঙ্গে অলী মোস্তফা নগরী (রহ:) এর ৪৫ তম ওরস মোবারকের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুফি খাজা মুনির, পীরজাদা, সুফি খাজা মুনির উদ্দিন আহম্মেদ, গদ্দিনশীন অত্র দরবার শরীফ, গীতিকার-বাংলাদেশ টেলিভিশন ও মোঃ হুমায়ুন কবির (সোহেল), সাধারণ সম্পাদক মোস্তফা নগর চিস্তিয়া দরবার শরীফ, ও মোঃ শরিফুল হক (কুয়াশা) সিনিয়র অফিসার অগ্রনী ব্যাংক লিঃ, সেক্রেটারী ওরস উদযাপন কমিটি, মোস্তফা নগর চিস্তিয়া দরবার শরীফ (সাবেক জাকের মঞ্জিল) বঙ্গ শরীফ (হযরত বঙ্গে অলী মোস্তফা নগরী রহঃ’র মাজার শরীফ), মোস্তফা নগর, দক্ষিণ চিকাজানী, দেওয়ানগঞ্জ, জামালপুর এ সাংবাদিককে জানান, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার মিলাদ মাহফিল, বাদ এশা থেকে রাত ১০ পর্যন্ত ওয়াজ মাহফিল, রাত ১০ থেকে রাত ১২টা পর্যন্ত সামা কাওয়ালী, জেকের আসগার, রাত ১২ থেকে ২.৩০ মিনিট পর্যন্ত তোবারাক বিতরণ। সমাপনী দিবস ২৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার। ঐ দিন ওয়াজ মাহফিল, বাদ এশা থেকে রাত ১২ টা পর্যন্ত সামা কাওয়ালী, জেকের আসকার, রাত ১২ টা থেকে রাত ৩.৩০ মিনিট পর্যন্ত আখেরী মোনাজাত ও তোবারক বিতরণ এবং ফজরের জামাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। দেওয়ানগঞ্জে হযরত বঙ্গে অলী মোস্তফা নগরী (রহ:) এর ৪৫ তম ওরস মোবারক ২০২৫ অন্যান্য বারের মতো এবারও অসংখ্য ভক্ত অনুরাগীদের সমাগম ঘটবে বলে আশা করছেন ওরস আয়োজকগণ।
দেওয়ানগঞ্জে হযরত বঙ্গে অলী মোস্তফা নগরী (রহ:) এর ৪৫ তম ওরস মোবারকের ব্যাপক প্রস্তুতি
