দেওয়ানগঞ্জে ৩ সরকারি বিভাগের গণ শুনানী

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ সরকারি বিভাগের এক গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর রোববার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঐ গণ শুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে আয়োজিত গণ শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় সুইডেন সরকারের অর্থায়নে এবং প্রভাষক মোঃ আবু হানিফের সঞ্চালনায় আয়োজিত সেবাদান বিষয়ে গণ শুনানী করেন, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও দেওয়ানগঞ্জ মডেল থানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক ছামছুল হক রতন এবং সাংবাদিক মোঃ আজাদ হোসেন।