নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ অটোগাড়ী চুরি করে পালানোর সময় দু’জন অটোচোরকে আটক করে ক্ষুব্ধ মানুষ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়. বুধবার বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশনের পিছনে অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশের অটোচালকদের সন্দেহ হলে তারা চোরদের আটক করে। সংবাদটি মহুর্ত্বেই ছড়িয়ে পড়লে অন্যান্য অটোচালক ও সাধারণ মানুষ আটককৃদের গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। আটককৃতরা হলেন শেরপুর শ্রীবর্দ্দী কাকলেকুড়া গ্রামের জিয়ানত মিয়ার ছেলে লাভলু (৩২) এবং বকশীগঞ্জ টিকরকান্দি মাস্টাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে নাজিরুল ইসলাম (মাসুদ) (৩২)। বেশ কিছুদিন ধরে দেওয়ানগঞ্জ বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সা চুরি হচ্ছে। ভুক্তভোগী অটোচালকরা চোর চক্র ধরার জন্য সুযোগে থাকে। আটককৃতদের মধ্যে মাসুদ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ করত বলে স্থানীরা জানান। উপ-পরিদর্শক জুয়েল বর্মন জানান. আটককৃতদের পকেট থেকে অটোরিক্সার ২’টি চাবি উদ্ধার করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান. এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।