দেওয়ানগঞ্জ ইএসডিও র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী এনজিও ইএসডিও র উদ্যোগে শনিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। সকালে এক শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ, গ্রাম আদালত উপজেলা সমিন্বয়কারী জাকিয়া সুলতানা, ইএসডিও প্রজেক্ট অফিসার শাহানা পারভীন সহ অন্যান্য। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।