দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার

রশীদুল আলম শিকদার : ঈদকে সামনে রেখে শুরু হয়েছে মাদকের রমরমা ব্যবসা। গত ২২ মে বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা কাঠার বিল বাজারের উওর পাশে মনির লাল চৌকিদার এর নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ৯৬ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৭জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ভানুরবি দাস (২৮) ,পিতা-বিশুয়ারবি দাস, গ্রাম-শেরাতলি, দিপ চান (৩১), পিতা-রহন রবি দাস, গ্রাম-উত্তর কাঠার বিল, সুবাস (১৯), পিতা-রামদুলার, গ্রাম-উত্তর কাঠার বিল, রুকুমনি (২২), স্বামী-সুশীল রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, শিখা দাস (৩০), স্বামী-কালার রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, ফেলানি দাস (৫৫), স্বামী-মৃত ভুট্টু দাস, গ্রাম-উত্তর কাটার বিল, পন্নী দাস (১৯), স্বামী-বিষ্ণু রবিদাস, গ্রাম-উত্তর কাটার বিল, সর্ব-থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ আব্দুস সামাদ এর কাছে আটককৃত আসামিদের হস্তান্তর করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।