দেওয়ানগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ, সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ সাইদুল হক, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, প্রভাষক আবু হানিফ, বিজিবি নায়েক সুবেদার মোঃ ফরমান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি শামছুল হুদা রতন সহ অন্যান্য। বক্তাগণ উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকার নানা দিক তুলে ধরার পাশাপাশি অবৈধ মালামাল জব্দের বিষয়টিও তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সেনাপ্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।