দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মত বিনিময় সভা ও বার্ষিক ভোজ সভার আয়োজন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের পরিচালনা সভাপতি ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ মোঃ আমির হোসেন মুরাদের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ নুরুন্নাহার বেগম ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, আশেকা আকতার রেমি, প্রবীর কুমার সাহা, মোঃ শফিকুল ইসলাম তারা, আবু তাহের, রেজাউল করিম, কামরুল ইসলাম সোহাগ, সাইফুল ইসলাম ইদু, শাহিনা আক্তার, রেজাউল হক রাজা সহ অন্যান্য। আলোচনা সভায় বক্তাগণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক নানা বিষয়, বিদ্যমান বৈষম্য দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে ঢাকায় মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে ভোজ সভায় মিলিত হন সবাই।
দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মত বিনিময় সভা ও বার্ষিক ভোজ
