দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) স্কাউট গ্র“পের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

hdr

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) স্কাউট গ্রুপের কর্মকর্তা-সদস্যবৃন্দ। গত মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে স্কাউট গ্রুপটি উপজেলা পরিষদ কার্যালয়ে গমন করে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্কাউট গ্রুপের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষকের কাছে স্কুল সমন্ধে সম্যক ধারণা নেন এবং স্কাউট সদস্যদের সঙ্গে সৌজন্য মূলক কথা বলেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান সুবিধামত সময়ে স্কুলে গমন করার আশাবাদ ব্যাক্ত করেন এবং স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্ভব সবধরনের সহযোগিতা করে যাবার আশ^াস দেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান উপদেষ্টা দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য।