দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা গতকাল সোমবার ১৩ মে সরকারি গ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রিজাইডিং অফিসার অংশ গ্রহন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরুজ্জামান (বিপি এম), জামালপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মডেল থানার অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার বিশ্বাস, সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগামী ২১ মে উপজেলা সাধারণ নির্বাচন বিষয় নিয়ে দিক নির্দেশনা ও আচরণ বিধি নিয়ে আলোচনা সভা করেন। ষষ্ঠ ধাপে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ১২ জন।