দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে একদিনে ৪ সভা অনুষ্ঠিত

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে একদিনে ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। সভাগুলো হচ্ছে, উপজেলা আইনশৃঙ্খলা সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উপজেলা পরিষদ মাসিক সভা ও উপজেলা পরিষদ গ্রাম আদালত ত্রৈমাসিক ব্যবস্থাপনা কমিটির সভা। গতকাল ১৯ মার্চ বুধবার সকাল থেকে শুরু হয় এসব সভা। প্রথম শুরু হয় উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, এরপর অন্যান্য সভা একের পর এক অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এসব সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সাদা, উপজেলা জামায়াত আমির মাহবুবুর রহমান তালুকদার, কৃষি অফিসার কৃষিবীদ আলমগীর আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া ও সাইদুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি সাংবাদিক সহ অন্যান্যরা। বক্তাগণ উপরোক্ত সভার বিষয় বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু শান্তিপূর্ণ বজায় রাখার আশাবাদ ব্যাক্ত করেন।