দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ র‌্যালী

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ঐ দিন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ র‌্যালী দেওয়ানগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বনামধন্য বিনোদন কেন্দ্র মালিহা ইকো পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে দর্শনার্থীদের ঢল নেমে ছিল। ঐ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতার ব্যাপক সমাগম ঘটে। সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক গঠনের নানা বয়সী মানুষ মালিহা ইকো পার্কে গমণ করে দিনভর আনন্দ করে। তারা ছবি তোলে, জীবজন্তু দেখে, খাওয়া দাওয়া ও গান বাজনা মেতে উঠে। পহেলা বৈশাখ উপলক্ষে মালিহা ইকোপার্কে এক বাউল সংগীতের আয়োজন করা হয়। এতে শত শত দর্শনার্থীর সমাগম ঘটে।