দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির উদ্যোগে বেয়াই বাজারে মত বিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির উদ্যোগে বেয়াই বাজারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির আয়োজনে পাশর্^বর্তী বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চরগামারিয়া বেয়াই বাজারে আয়োজিত গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক শওকত হায়দার খসরু। মত বিনিময় সভায় বক্তাগণ এলাকার চরগামারিয়া গ্রামের একটি স্কুল বিল্ডিং করা, বকশীগঞ্জ উপজেলা হতে দেওয়ানগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তি করণ ও বেয়াই বাজারে অসমাপ্ত পাকা সড়কটি বর্ধিত করণের দাবী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরে তা সমাধানের লক্ষে সরকারের প্রতি আহবান জানান। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সমাজসেবক আলহাজ মোঃ মিঠু মিয়া, জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক কয়েকবারের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ তোতা মিয়া, মেরুরচর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ রাসেল মিয়া, মোঃ মজনু দেওয়ানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ উপরোল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ব আহবান জানান। অধিকাংশ বক্তা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের অতীত দু-উপজেলার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে তিনি যদি আবারও এমপি বা মন্ত্রী হন তবে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সমস্যার সমাধান হওয়া ছাড়াও এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ। মত বিনিময় সভায় বিশেষ মোনাজাত ও উপস্থিতদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।