খাদেমুল ইসলাম : প্রশাসন সংস্থার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপ-সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবীতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে গত ২৬ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে এক মানববন্ধনের আয়োজন করা হয়। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দেওয়ানগঞ্জ জামালপুর ব্যানারে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আলমগীর আজাদ, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ রাফিয়া সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুর রহমান, হাসপাতালের পরিসংখ্যানবিদ মোঃ আলামিন, উন্নয়ন সংঘ সাব ডিস্ট্রিক কো অডিনেটর মোঃ শরিফ উদ্দিন সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন
