দেওয়ানগঞ্জ এন,এস ব্রিকস্ প্রতারণার ফাঁদে ইট ক্রেতারা : পথে বসেছে ভুক্তভোগিরা

নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জে স্বল্প মূল্যে ইট বিক্রি করার ঘোষণা দিয়ে দেওয়ানগঞ্জ ও তার আশপাশ এলাকার সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারণ চক্রটি।
জনা যায়. দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী বটতলা মোড়ে ইট ভাটা স্থাপন করে এন,এস ব্রিকস্। ভাটা থেকে নুতন ইট বাজার দামের চেয়ে স্বল্প মূল্যে ইট বিক্রি করা হবে। অনেকেই তাদের মিস্টি কথায় প্রলুব্ধ হয়ে স্বল্প পুজির লোকজন তাদের প্রতারণার ফাঁদে পা দেয়। এনএস ব্রিকস্ এর প্যাডে অগ্রিম ইট চুক্তিপত্র নামক রশিদ প্রদান করে টাকা গ্রহন করে। ইট ভাটা চালু করলেও গ্রাহকদের ইট না দিয়ে প্রতারণা শুরু করে।
ভুক্ত ভোগী সৌখিন জানান. ২০২৩ সলে ১ ডিসেম্বর ইট দেওয়ার কথা বলে তিনিসহ আরও অনেকের কাছ থেকে ১০লক্ষ ৯হাজার টাকা নেয়। এখন পর্যন্ত তারা ইট প্রদা করে নাই। ইট বা ইটের টাকা না পেয়ে এ সকল ভুক্ত ভোগীরা পথে বসেছে। এছাড়াও প্রতিষ্ঠানটি এলাকার বহু মনুষের অর্থ হাতাইয়া নিয়াছে।