খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতি জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর রোববার বিকালে মাদ্রাসা মিলনায়নে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়েতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার শাহাদৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, কৃষি বিশ^বিদ্যালয় কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি সাঈদ বিন আনোয়ার সজিব, উপজেলা যুবদল আহবায়ক মঞ্জু হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় সংবর্ধনা দেওয়া হলো বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিল্লাতকে
