দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় সংবর্ধনা দেওয়া হলো বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিল্লাতকে

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতি জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর রোববার বিকালে মাদ্রাসা মিলনায়নে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়েতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার শাহাদৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, কৃষি বিশ^বিদ্যালয় কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি সাঈদ বিন আনোয়ার সজিব, উপজেলা যুবদল আহবায়ক মঞ্জু হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।