রশীদুল আলম শিকদার : ১৪ জানুয়ারি বিকাল ৪ টায় পাথরেরচর বাজারে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ের অস্থিতিশীল পরিস্থি নিয়ন্ত্রণ করতে সাধারন জনগনকে সচেতন হতে বলেছেন পাথরের চর বিজিবি জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির নায়েব সুবেদার মানিক ক্যাম্প কমান্ডার পাথরের চর। সে সময় উপস্থিত ছিলেন হাবিলদার আব্দুর রাজ্জাক, নায়েক মোঃ ইকবাল হোসেন। স্থানীয় সমাজসেবক আলহাজ্ব রেজাউল করিম কালু, আব্দুর রাজ্জাক মন্টু,শাহ মোহাম্মদ শামিম, সহ স্থানীয় আরো অনেকেই। ক্যাম্প কমান্ডার নায়েব সুধার মানিক বলেন,কোন ভাবেই যেন অনুপ্রবেশ কারী বাংলাদেশে প্রবেশ না করতে পারে এবং আমরাও যেন প্রবেশ না করি সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। সেই সাথে মাদক দ্রব্য যাতে কেও না আনতে পারে সেই জন্য নিজেরা সচেতন হবেন। আর আমাদের এই বিষয় গুলো নিয়ে সহযোগিতা করবেন।
বর্তমান অবস্থাতে যেন কোন ভাবেই ১৫০ গজের ভিতর আপনারা না প্রবেশ করেন।এবং ভারতের পক্ষ থেকে যদি ১৫০ গজের ভিতর কোন কাটাতারের মাধ্যেমে ব্যাড়া না দিতে পারে সেই বিষয়ে সচেতন হতে হবে।