দেওয়ানগঞ্জ জাতীয় পার্টির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সাঈদ আখতার নেওয়াজী

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাঈদ আখতার নেওয়াজী পি.পি.এম (বার) স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ১৫ অক্টোবর ২০২৪ তার স্বহস্তে লিখিত সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, আমি জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের দায়িত্ব পালনের একপর্যায়ে গত ৭/৯/২০২৪ তারিখে আমাকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব অর্পন করা হয়। তখন থেকে আমি ঐ পদে দায়িত্ব ও কর্তব্য দক্ষতার সাথে পালন করে আসছিলাম। গত ২১/১১/২০২৩ইং তারিখ হতে ২১/৯/২০২৪ইং পর্যন্ত আমার দেহে পরপর তিনবার অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর থেকে আমাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ রুটিন মাফিক চলতে হচ্ছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই নাজুক। জাতীয় পার্টির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের একটি উপজেলার সভাপতির গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করা আমার পক্ষে সঙ্গত কারণেই অসম্ভব। এমতাবস্থায় জাতীয় পার্টির রাজনৈতিক অগ্রযাত্রার প্রশ্নে আমি জাতীয় পার্টির দেওয়ানগঞ্জ উপজেলার সভাপতির পদ থেকে সুস্থ্য স্বজ্ঞানে পদত্যাগ করেছি। পদত্যাগ কারী দেওয়ানগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি সাঈদ আখতার নেওয়াজী পি.পি.এম (বার) নয়াদিগন্তকে জানান, বিষয়টি অবহিত ও কার্যকর করার লক্ষে জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা সহ অন্যান্য বরাবর পদত্যাগ পত্রের কপি প্রদান করা হয়েছে।