খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র দেওয়ানগঞ্জ মডেল থানা মোড়ে প্রতিষ্ঠিত বহুতল বিশিষ্ট দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাফেল ড্র-২০২৫ জাকমজকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। র্যাফেল ড্রর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সানজিল হোসাইন। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ খান রাসেল, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সানজিল হোসাইন এর পিতা আলহাজ মোঃ আব্দুল মালেক, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ অন্যান্য। প্রথম পুরস্কার গ্রহণ করেন, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের কন্যা ফারজানা আক্তার ফারিন। তিনি প্রথম পুরস্কার একটি দামী ফ্রিজ সহ দুটি পুরস্কার লাভ করেন। দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সানজিল হোসাইন এ সাংবাদিককে জানান, আমরা দীর্ঘদিন ধরে পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র ঈদ-উল-আযহা সহ অন্যান্য বিশেষ দিনে আনন্দ বিনোদনের লক্ষ নিয়েই এ ধরনের র্যাফেল ড্রর আয়োজন করে থাকি। যেসব ক্রেতা সাধারণ দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলে উল্লেখিত দিবস সামনে রেখে কেনাকাটা করেন, তাদের কে কূপন দেওয়া হয়। ঈদের দিন ঐসব কূপনের ড্র অনুষ্ঠিত হয়। এতে শতশত ক্রেতা সাধারণ পুরস্কার গ্রহণ করার সুযোগ পান। আগামী দিনগুলোতেও ঈদের আনন্দের সাথে র্যাফেল ড্রর আনন্দ যাতে মিশে গিয়ে এক অন্য রকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, সেজন্য সবার সহযোগিতা তিনি কামনা করেছেন।
দেওয়ানগঞ্জ টাওয়ার শপিং মলের উদ্যোগে র্যাফেল ড্র অনুষ্ঠিত
