দেওয়ানগঞ্জ নামাজ পড়া ও বাড়ি ভিটার জমি নিয়ে সংঘর্ষ : নারীসহ ২০জন আহত

নিজস্ব সংবাদদাতা ; দেওয়ানগঞ্জ নামাজ পড়া ও বাড়ি ভিটার জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী, শিশু শিক্ষার্থসহ অন্ত্যত ২০জন আহত হয়েছে। চিকিৎসাধীন গুরুতর আহত ১০জনকে রেফার্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদের শেখপাড়া গ্রামে। ২ঘন্টা ব্যাপি চলে এ সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গুরুতর আহতরা হলেন. মুক্তার আলী (৪০), মেহেদী (২৫), আশরাফুল (২২), মীর জামান (৪০), বাহাদুর (৪০), আসাদ উল্লাহ (৫০), কলেজ ছাত্র সোলাইমান (২০), ফুল কাপাসী (৪৫), আবুল কালাম (৫০), রেশি (৭০), আদালত (৪০), মীর জামাল (৪০), অনুরা (৪০), আলহাজ্ব হারুন অর রশিদ (৭০), পিয়াজু, নুরনবী প্রমুখ। স্থানীয় লোকজন জানান. স্থানীয় দক্ষিন কুতুবের চর জামে মসজিদে নামাজ পাড়ার বিষয় নিয়া রেজাউল ও রিয়াজুলদ্বয়ের লোকজনের মাধ্যে বাক বিতন্ডা হয়। রিয়াজুলরা মসজিদে আসা বন্ধ করে। আলহাজ্ব হারুন অর রশিদ রিয়াজুলদের মসজিদে আসার অনুরোধ করলে তাকে অশালীন ভাষায় গালিগালালি করে। এই নিয়ে রোববার বিকাল থেকে রাত পর্যন্ত দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান. সংঘর্ষের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সোমবার দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।