খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ভেড়া বিতরণ উদ্বোধন করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল দেওয়ানগঞ্জ এর বাস্তবায়নে ভেড়া বিতরণ উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন। ভেড়া বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাইম মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও বিশেষ অতিথি হিসাবে জেলা প্রাণি সম্পদ বিভাগের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ ইউনুছ আলী, উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহজাহান আকন্দ ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, বৃহষ্পতিবার ৮ ফেব্রুয়ারি ১০০ জন সুফল ভোগীদের মাঝে ৩০০ ভেড়া বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, উপজেলায় মোট সুফল ভোগী ৭ হাজার ৫০০ জন। ইতোপূর্বে ২০০টি ছাগল, ৫০টি ছাগলের ঘর, ৬২টি হাঁসের ঘর, ১৫০টি ভেড়া বিতরণ, ২০টি বকনা বাছুর বিতরণ করা সহ ১৮০০ খামারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Related Posts
দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহের অধিকতর অন্তর্ভূক্তির কর্মশালা
- AJ Desk
- February 29, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক […]
জামালপুরে ব্রহ্মপুত্র নদের আবর্জনা পরিষ্কার করা হবে
- AJ Desk
- February 4, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ক্লিন জামালপুর গ্রীণ জামালপুর শীর্ষক মতবিনিময় সভায় ব্রহ্মপুত্র নদের আবর্জনা পরিষ্কারের […]
দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন জনদুর্ভোগ
- AJ Desk
- July 4, 2024
খাদেমুল ইসলাম : ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের […]