দেওয়ানগঞ্জ প্রেসক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : গত ৫ ফেব্র“য়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে ‘দেওয়ানগঞ্জ প্রেসক্লাব লাইব্রেরী’ গঠন ও শুভ উদ্বোধন করেছেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ। লাইব্রেরিটি দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রাতিষ্ঠানিক লাইব্রেরী হিসেবে গঠিত হয়েছে। লাইব্রেরি গঠন ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ছানোয়ার হোসেন, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো. শফিউল্লাহ, সাংবাদিক এহসানুল মাহবুব সাজিদ সহ উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় লাইব্রেরির অপরিসীমা গুরুত্বের কথা উল্লেখ করে সভাপতি মো. শামছুল হুদা রতন বলেন, লাইব্রেরি মানুষের মধ্যে সংহতি গয়ে তোলে, মানুষের ক্লান্ত মনকে আনন্দ দেয়, জ্ঞান তৃষ্ণা নিবারণ করে। সেই সাথে দেশ গড়া ও দেশ রক্ষায় অমূল্য অবদান রাখে। আলোচনা শেষে দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাহিত্য, সংস্কৃতি রুচির উন্নয়ন ও চর্চা এবং তাদের সাহিত্য ও শিল্প প্রতিভার বিকাশ, দক্ষতা বৃদ্ধি, পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আওতাধীন ‘দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরী’ গঠন কল্পে একটি পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয়। কমিটিটির আহবায়ক মো. শামছুল হুদা রতন, সদস্য সচিব মো. আজাদ হোসেন। সদস্য নূর ই ইলাহী, আবু সাইদ গালিব, ওমর আল বশীর। নব গঠিত আহবায়ক কমিটি উপস্থিত সাংবাদিকবৃন্দকে নিয়ে দেওয়ানগঞ্জ প্রেসক্লাব লাইব্রেরির বুক শেলফে বই রেখে লাইব্রেরির শুভ উদ্বোধন করেন এবং মোনাজাতের মাধ্যমে লাইব্রেরিটির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।