দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : অবাক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় অডিশন বিশেষ চাহিদা সম্পুন্ন শিশুদের (প্রতিবন্ধী) নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ শনিবার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক নিউনেশন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল এর সভাপতিত্বে এবং শিক্ষক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা সভাপতি মোঃ হাফেজ মোঃ বিল্লাল হোসেন, শ্রীবর্দি স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মোঃ মোখলেছুর রহমান বাবলু, হাফেজ মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন, ঝিনাইগাতী প্রতাবনগর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুবেল মিয়া, দেওয়ানগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, শেখ কামাল বুদ্ধি প্রতিবন্ধী আলোর সন্ধানী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবাক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় অডিশনে ৫টি প্রতিবন্ধী স্কুলের প্রতিযোগীরা অংশ নেন। এতে কুরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত বিষয় নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবারের থিম তেলওয়াতে পাক কুরআন গাইবো মোরা ইসলামি গান।