দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) স্কুল ফিডিং অনুষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে ডিম খাওয়ালো প্রাণি সম্পদ বিভাগ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) স্কুল ফিডিং অনুষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে সিদ্ধ ডিম খাওয়ালো প্রাণি সম্পদ বিভাগ। ১৬ মে বৃহষ্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত স্কুল ফিডিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। স্কুলের প্রধান উপদেষ্টা দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত স্কুল ফিডিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে প্রাণি সম্পদ বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাইম মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ২০১৬ সাল থেকে বিনা বেতনে বিশেষ চাহিদা সম্পুন্ন শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা দেন ও পরিচর্যার বিষয় সহ স্কুলের বিস্তারিত তথ্যাদি জেনে সহানুভূতি ও সন্তোষ প্রকাশ করেন। তিনি এ স্কুলের জন্য সম্ভব সব ধরনের সহযোগিতার করার আশ^াস দেন। প্রধান অতিথি শেখ জাহিদ হাসান প্রিন্স ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করেন।