দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩০ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে বিতরণ উদ্বোধন করেন, প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠিত হয়। ঐ দিন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২শ কম্বল বিতরণ করা হয়েছে।