দেওয়ানগঞ্জ সংবাদদাতা : দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মডেল থানার অফিসার ইনচার্জসহ ৭ পুলিশ কর্মকর্তাকে সনম্মানা প্রদান করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার। বুধবার জেলা পুলিশ লাইনে সভাকক্ষে আগষ্ট ২০২৫ মাসিক সভায় আইন শৃঙ্খলা রক্ষায়, চোরাচালান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, বাল্য বিয়ে রোধসহ বিভিন্ন কাজে সফলতা অর্জন করায় এ সনম্মানা ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পি.পি.এম। এ সময় জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সনম্মানা ও ক্রেষ্ট প্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পি.পি.এমকে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার, মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, উপ-পরিদর্শক আফতাব উদ্দিনকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল, উপ-পরিদর্শক নাজিম উদ্দিনকে সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী, উপ-পরিদর্শক আবু রায়হানকে হারানো মোবাইল উদ্ধারকারী, বিশেষ পুরষ্কার নারী কনষ্টেবল লিজা খাতুন। এছাড়াও দেওয়ানগঞ্জ ডিবি-২ এর উপ-পরিদর্শক মনি সাধ্যকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে সনম্মানা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ৭ পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠ সনম্মানা ও ক্রেষ্ট প্রদান
