নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কল্যান তহবিলের অর্থ প্রদান। শুক্রবার জম্মা নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে কল্যান তহবিলের অর্থ প্রদান করা হয়।
জানা যায়. এক বছর আগে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ইমাম ও মুয়াজ্জিনদের কল্যান তহবিল গঠন করেন। মসজিদের প্রাপ্ত হাদিয়া থেকে যে পরিমান অর্থ জমা হয় মাস শেষে ইমাম ও মুয়াজ্জিনকে দেওয়া হয়। ইমাম মুয়াজ্জিনদের কোন কল্যান তহবিল না থাকায় দেওয়ানগঞ্জ মডেল থানা পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়।
মডেল থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী জানান. প্রায় ৫০বছর ধরে এ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন। সরকারী কর্মকর্তাদের কল্যান তহবিল রয়েছে। ইমাম মুয়াজ্জিনদের জন্য কোন কল্যান তহবিল নেই, উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের কল্যান তহবিল সারা দেশে গঠন করা হলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপকৃত হবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান. তিনি এই থানায় যোগদানের পর ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কল্যান তহবিল গঠন করেন। প্রতি মাসে ইমামদের জন্য ১’হাজার এবং মুয়াজ্জিনের জন্য ৫’শ টাকা করে কল্যান তহবিলে জমা হবে। এ বছর তহবিলের ১৮’হাজার টাকা ইমাম মোহাম্মদ আলী ও মুয়াজ্জিন আব্দুল্লাহকে প্রদান করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান
