দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ইসলামপুর সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রীর উস্কানি মূলক বক্তব্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রসহ কর্মসূচি ঘোষণার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে হালিম সচিব সমর্থিক গ্র“পের উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে থানা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে বটতলা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।