দৈনিক আজকের জামালপুর পত্রিকায় সংবাদ প্রকাশে পর ত্রাণের টিন জব্দ

Oplus_131074

মোহাম্মদ আলী : দৈনিক আজকের জামালপুর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেলান্দহে আওয়ামী নেতার মার্কেটের চাল থেকে ৭২পিস ত্রাণের টিন খুলে জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত টিনগুলো উপজেলা চত্বরে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাছলিম জাহানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে উপজেলার বঙ্গবন্ধু মোড়স্থ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম চাঁনের মার্কেটের চাল থেকে টিনগুলো জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, দুরমুঠ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণের টিন তাদের মাঝে না দিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীর সম্পৃক্ততায় প্রায় ১০ ভান টিন চাঁন নেতা আত্মসাৎ করেছিল। আত্মসাৎকৃত টিনগুলো তিনি তার মার্কেটের চালে ব্যবহার করেছিল। গতকাল দৈনিক আজকের জামালপুর পত্রিকায় এবিষয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় আজ সেই টিনগুলো খুলে জব্দ করল উপজেলা প্রশাসন।তবে, মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম চাঁন বিদেশে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী বলেন, সরকারি ত্রাণের টিন চাঁনের মার্কেটে কি করে গেল তা আমার জানা নেই। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি, তাসনিম জাহান বলেন, মোট ৭২ পিস ত্রাণ টিন জব্দ করা হয়েছে। পরবর্তীতে এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।