দ্রব্যমূল্য নিয়ে একে অন্যকে দোষারোপ নয়, এটা নিয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্য সব বিষয়ে বাস্তবতার নিরিখে মন্ত্রণালয়গুলো কর্ম পরিকল্পনা তৈরি শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমাদের দ্বন্দ্ব কোন্দল আছে, থাকবেই। সব দলেই আছে। রাজনীতিতে দ্বন্দ্ব থাকবেই। এসব সঙ্গে নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যাই থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই একই। আওয়ামী লীগের দুই একজন নেতার বক্তব্য শেখ হাসিনার দৃষ্টিতে এসেছে।
তিনি বলেন, সামনে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে। বোর্ড সভায় সেটি চূড়ান্ত হবে।
৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন, বিরোধী দল হবে করা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে বিরোধী দল হবে কারা সংসদ চালু হলেই বুঝা যাবে।
বিরোধী দল ছাড়া সংসদ বসবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ বসলেই দেখতে পাবেন। কারা সংসদের বিরোধী দল।
দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দোষারোপ নয়, দ্রব্যমূল্য নিয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এজন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতিটা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন প্রমুখ।