ধনবাড়ী সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২ টি কেন্দ্রের মাধ্যমে ওএমএসের চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার ১৫জানুয়ারী সকালে উপজেলার পৌরসভার সিংগাটা মোড় ও ধনবাড়ী বাজারের একটি মোট দুইটি কেন্দ্রে ওএমএসের চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়ক আব্দুল্লাহ ইবনে হুসাইন। এসময় ধনবাড়ী বাজারের ট্যাগ অফিসার উপজেলা উপ-খাদ্য পরিদর্শক রোকনুজ্জামান, সিংগাআটা কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক তুহিন মিয়া,ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী জীবন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ীতে ওএমএসের চাল বিক্রয় উদ্বোধন
