নকলায় বিএনপি নেতার আগমনে মানুষের ঢল

বুলবুল আহম্মেদ শেরপুর : শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিল্পপতি দুলাল চৌধুরীর নকলায় আগমন উপলক্ষে মিছিল ও পথসভা করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল রোববার বিকেলে শহরের গড়কান্দা মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুলাল চৌধুরী।
এসময় দুলাল চৌধুরী বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
এসময় বিএনপি নেতা কামরুল আলম খান লিটন, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া মাকসিম, মুরাদুজ্জামান মাসুম, মশিউর রহমান লুটাস, সাইদুল হক, মোস্তাফিজুর রহমান জুয়েলসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।