নকলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপ

নকলা সংবাদদাতা : আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই নানা প্রতিশ্রতি দিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা করছেন। নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ- দোয়াত কলম,সাবেক ভাইস চেয়ারম্যান সারোরায় আলম তালুকদার-ঘোড়া, মোকছেদুল হক শিবলু-কাপ-পিরিচ, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ- আনারস এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন- মটর সাইকেল নিয়ে প্রতিদন্ধিতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান হিসাবে আবু হাম্যা কনক-চশমা, বেলায়েত হোসেন আকন্দ- তালা, মোশাররফ হোসেন সরকার বাবু-টিয়া পাখি, মোঃ মামুন হোসেন-উড়োজাহাজ এবং রেজাউল করিম-টিউওবয়েল প্রতিক নিয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া পারভীন- ফুটবল প্রতীক নিয়ে সাবেক এমপি প্রয়াত নাদেরুজ্জামান খাঁন শ্বশুরকে তোলে ধরে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। উঠান বৈঠকও করছেন তিনি। দেওয়ান কহিনুর বেগম-কলস প্রতীক নিয়ে বাবার গুণ কির্তন প্রকাশ করে লিফ্লেট বিতরণ করছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন-হাঁস প্রতীক নিয়ে নির্বাচনের প্রার্থীতা করছেন। তিনি বিগত দিনের চেয়ে সামনে নির্বাচিত হলে আরও অনেক বেশি এই উপজেলার উন্নয়ন করবেন বলে প্রতিশ্রতি দিচ্ছেন। লাকি আক্তার- প্রজাপতি প্রতীক নিয়ে এই উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘোরে বেড়াচ্ছেন তার কথা একটাই, আমি আছি এবং আমি থাকব। আমি আরও দুইবার নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করেছি। কিন্তু আমি আপনাদের ভুলি নাই। এবার যদি আপনারা দয়া করে আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের পাশে থাকব এবং সেবা করব। এই উপজেলার মানুষের উন্নয়নের জন আপ্রাণ চেষ্টা করব। বিগত দিনে এই উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির মাহাবুবুব আলী মনির চৌধুরী, সাবেক এমপি প্রয়াত মিজানুর রহমান তৃতীয় ও ষষ্ঠবারে নির্বাচিত হয়েছিলেন শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, চতুর্থ বারে মনির চৌধুরী পূনরায় বিএনবির পক্ষ থেকে নির্বাচিত হলেও অকস্যাৎ তার মৃত্যু হয়। এর পর এক বছরের জন্য এডভোকেট মাহবুবুল আলম সোহাগ উপ-নির্বাচনে পাস করেছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ভোটারদের কাছে গিয়ে বলেন, আমি আরও এই উপজেলা পরিষদে নির্বাচন করেছি কিন্তু পাস করতে পারি নাই। আমি হতাশা না হয়ে এবারও আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। এবার নির্বাচিত হলে নকলা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করব। সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার জানায়, আমি ভাইস চেয়ারম্যান পদে একাদিক বার নির্বাচিত হলেও আপনাদের জন্য যা করতে পেরেছি এবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে আপনাদের জন্য অনেক কাজ করব। সর্বদায় আপনার কাজে নিয়োজিত থাকব। সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিনের দীর্ঘ বিশ্বাস ভোটাররা যাকে কাছে পাবে, যার দ্বারা উপকার পাবে, তাকেই ভোট দিবে। এডভোকেট এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ জানায়, বাল্য বিবাহ রুধ থেকে শুরু করে নানা অপকর্ম রোধের বিষয়ে আমি গত এক বছরের মতো সামান্য সময়ে এই উপজেলার চেয়ারম্যান হিসাবে চেষ্টা করেছিলাম, এবার যদি উপজেলার মানুষ আমাকে ভোট দেয় তাহলে চেয়ারম্যান হিসাবে সেই অপূর্ণাঙ্গ কাজ গুলো করে নকলা উপজেলাকে একটি আদর্শ
উপজেলা হিসাবে স্বীকৃতি গ্রহণে সহায়তা করব। মোকছেদুল হক শিবলুর মতে, বাংলাদেশের যতগুলো আদর্শ উপজেলা রয়েছে তার মধ্যে এই উপজেলাকেও পূর্ণনা দ্বানে চেষ্ঠা করব। ভোটারদের মতে তারা প্রার্থী বিবেচনা করে ভোট দিবেন । সরকার আমাদের উন্মুক্ত ভোট প্রদানের সুযোগ করে দিয়েছেন। তাই প্রার্থী বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করব।
ভোটারগণ বলে আমাদের কাছে যে সকল প্রার্থী যোগ্য বলে মনে হবে আমরা তাদের প্রতীকেই ভোট প্রদান করব।