নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর, উপজেলা নরুন্দিতে ২৫ শুক্রবার জুলাই জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আশরাফ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে জানাযায় ঘটনাটি ঘটেছে নরুন্দি গোপারপুর রোড বাজার এলাকায়। আটককৃত যুবকের নাম সোহাগ নরুন্দি তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফ আলীর নেতৃত্বে একটি দল নরুন্দি এলাকায় গোপালপুর রোডে পাকা রাস্তার উপরে অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ওই যুবককে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এসআই আশরাফ গণমাধ্যম কর্মীকে জানান মাদকের বিরুদ্ধে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশি অভিযান অব্যাহত থাকবে৷
নরুন্দিতে ২০পিচ ইয়াবাসহ আটক-১
