নরুন্দি পুলিশে অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন আটক

জাহাঙ্গীর আলম : মাদক নির্মূলে কাজ করছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তারই ধারাবাহিকতায় গত রাতে জামালপুর সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের মাদক ব্যবসায়ী আরিফ হোসেন ওরফে (সুমন) কে আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ। গত ১২ আগস্ট রাতে মঙ্গলবার নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিকনির্দেশনায় এস আই রুপন নেতৃত্বে এসআই রুপন এসআই নিজাম সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভাওরাখালী বাজারের চড়ি মাগুরা একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল আরিফ হোসেন ওরফে সুমন তার সহযোগি মিলে। নরুন্দি তদন্ত কেন্দ্র ইনচার্জ সজিব রহমান সাংবাদিকে জানান সাঁড়াশি অভিযানে বাউরখালী বাজারে সরি মাগুরা একটি পরিত্যক্ত বসত ঘর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ি ও আরিফ হোসেন ওরফে সুমন কে (৩০) ৫০পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারির ব্যবসা করে আসিতেছে বিভিন্ন সময় পুলিশ গোপন সাংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ধারাবাহিকতায় গতরাতে ভাওয়াখালী বাজারে চোরি মাগুরা এলাকায় মাদক পাচারকালে হাতেনাতে আটক করা হয় আরিফ হোসেন ওরফে সুমনকে। গতকাল ১৩ আগস্ট সকালে আসামীকে কোর্টে সোপর্দ করে পুলিশ।