দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
গান ও ছবি আঁকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কনকচাঁপা। বিভিন্ন সময়ই নিজের ভাবনা, ব্যক্তিজীবনের নানা তথ্য সেখানে ভক্তদের মাঝে তুলে ধরেন এই গায়িকা।
সেই ধারাবাহিকতায় এবার নামের বানান শুধরে দিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমনটা করেছেন তিনি।
এ গায়িকা স্ট্যাটাসে লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। অথচ ৮০ শতাংশ মানুষ আমার নাম লেখে রোমানা। রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন? ইংরেজিতেও এর পার্থক্য অনেক। Rumana, Romana-তে পার্থক্য আছে না? উকার, ওকার-এ পার্থক্য আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’
এদিকে তার এই স্ট্যাটাস চোখে পড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে গায়িকার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ নাম সঠিক করে লেখার গুরুত্বও জানিয়েছেন সেখানে।
প্রসঙ্গত, দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কনকচাঁপা। সিনেমায় প্লে-ব্যাকে কণ্ঠ দেয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। একক অ্যালবাম প্রকাশ করেছেন ৩৫টিরও বেশি।
এ তারকার গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্লেখ্যযোগ্য গানগুলো হচ্ছে―‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।