নারিকেলীতে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ; জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ ডিসেম্বর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের উদ্যোগে এবং নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরহাদ আলী, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক মোঃ কোকিল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ রিসাদ রেজা।