এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্র“প পরীক্ষার কর্মসূচী গত মঙ্গলবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তের গ্র“প পরীক্ষার উদ্বোধন করেন জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মুবাশি^রা হক, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষকগণ। জানা যায়, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। যার মধ্যে রয়েছে অভিভাবক সমাবেশ, যথাসময়ে শিক্ষক-শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিতিসহ ক্লাস মনিটরিং এবং বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে মাটি ভরাট সহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন। সেই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদানের জন্য নিয়েছেন বিশেষ ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের রক্তের গ্র“প পরীক্ষার কর্মসূচীর উদ্বোধন করা হয়।
নারিকেলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্র“প পরীক্ষা কর্মসূচীর উদ্বোধন
