নিজে পারফর্ম করেন কিংবা দলের জয় যাই হোক না কেন, যত আনন্দের উপলক্ষ্যই আসুক না কেন বাইশ গজে একটা মানুষকে আপনি কখনো হাসতে দেখবেন না! চলমান আইপিএলে তার ব্যাটে রান বন্যা, বল হাতেও আসরের অন্যতম সেরা পারফর্মার অথচ সুনীল নারিনকে হাসতে দেখেছেন কিনা ভক্তরা তার হিসেব মেলানো ভার!
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার সর্বশেষ ম্যাচের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। তাতে নারিনের সঙ্গে রয়েছেন আন্দ্রে রাসেল, ফিল সল্ট এবং অঙ্গকৃশ রঘুবংশী। তাদের কাছে জানতে চাওয়া হয়, মাঠে যে কোনও পরিস্থিতিতে নারিনের মুখের অভিব্যক্ত কেন একই রকম থাকে?
নারিনের বন্ধু এবং কেকেআরের আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেছেন, ‘নারিনের ৫০০ ম্যাচ খেলা হয়ে গেছে। একজন এত ম্যাচ খেললে খুব সহজে উত্তেজিত হয় না। নারিনের ক্ষেত্রেও বিষয়টা তাই।’
রাসেলের এই যুক্তি মানতে নারাজ কেকেআরের তরুণ ব্যাটার রঘুবংশী। তিনি জানিয়েছেন, ড্রেসিংরুমে প্রচুর হাসি-ঠাট্টা করেন নারিন। তিনি বলেছেন, ‘ডাগআউটে নারিন প্রচুর হাসে। আমাদের মজার মজার জোকস শোনায়। শুধু মাঠেই একটু শান্ত থাকে। সেটাই সবাই দেখেন। আমাদের কাছে নারিন একজন কিংবদন্তি। যে একজন দুর্দান্ত ব্যাটার এবং দুর্দান্ত বোলার।’
নারিনের ওপেনিং সঙ্গী সল্টও কথা বলেছেন তাকে নিয়ে। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘নারিনের একটা মান রয়েছে। ভীষণ ঠান্ডা মাথার সে। ক্রিকেট ছাড়া কিছু বোঝে না। ও এমন এক জন, যার মধ্যে আমরা দু’জন ক্রিকেটারকে পাই।’