নালিতাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে যুবক নিহত

নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানের বৈদ্যুতিক চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার ২১ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মৃত আতর আলী ছেলে। জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শাহিন মিয়া নিজ দোকানে চা তৈরি করার জন্য চুলা সেট করে বিদ্যুত সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাশধত বৈদ্যুতিক ছেড়া তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী নন্নী বাজারের উপস্বাস্থ্য কেন্দ্রে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।