নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাছির মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত শুক্রবার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাদকুচি গ্রাম থেকে এসব মাদকসহ তাকে আটক করা হয়েছে। আটক নাছির মিয়া উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁন পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাদকুচি গ্রামের একটি পাহাড়ের ঢালে গত শুক্রবার ভোর রাতে বিদেশি মদের একটি বড় চালান পরিবহনের অপেক্ষায় রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪ এর একটি চৌকশ দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও নাছির মিয়া নামে ওই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন তারা। পরে নাছিরের হেফাজতে থাকা কয়েকটি বস্তায় মোড়ানো ৭৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়। নাছিরের সহযোগীরা পালিয়ে গেলেও তাদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে র্যাব। জব্দ এসব বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) আমিনুল ইসলাম জানান, আইনি ব্যবস্থা গ্রহণ করে নাছিরকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মামলা দায়ের করে আটক মাদক কারবারিকে থানায় সোপর্দ করেছে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ীতে ভারতীয় মদ জব্দ, আটক ১
