নালিতাবাড়ী সংবাদদাত : শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ মে সকালে কৃষক ও্র মিলারদের নিকট হতে সরকারীভাবে অভ্যন্তরীন বোরো ধান চাউল ক্রয় বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বোরো সংগ্রহ মওসুমে ২০২৪ নালিতাবাড়ী উপজেলায় ২৬০৯ মেট্রিকটন ধানের বরাদ্দ হয়েছে এবং ২৫১৭ মেট্রিকটন চালের বরাদ্দ পাওয়া গেছে। প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা যা প্রতি মনে দাম হয় ১২৮০ টাকা। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৫টাকা কেজি। সংগ্রহের মেয়াদকাল ৭ মে ২০২৪ থেকে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত। ধান সংগ্রহ কার্যক্রম এর আওতায় কৃষকের (এ্যাপস) এ কৃষক নিবন্ধন, আবেদন,লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। পরবর্তী বিল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি সভাপতি ইলিশায় রিছিল। আরো উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, বাংলাদেশ আওয়ামিলীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সদস্য গোপাল চন্দ্র সরকার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, ওসি এলএসডি রেজাউল করিম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।