নিজস্ব প্রতিবেদনঃ সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -গত ৮ই সেপ্টেম্বর, ২০২৫ইং (সোমবার) বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সাবেক হোস্টেল সুপার ইঞ্জিনিয়ার নুরুন্নবীর সম্মানে।
প্রায় নয় বছর ধরে হোস্টেল সুপারের দায়িত্ব পালনকারী এই শিক্ষক শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবকের মর্যাদা পেয়েছেন। তাঁর নেতৃত্বে শিক্ষার্থীদের আবাসিক জীবনে শৃঙ্খলা, সৌহার্দ্য ও একটি পরিবারের আবহ তৈরি হয়েছিল বলে জানান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নুরুন্নবী তাঁর দীর্ঘ দায়িত্ব পালনকালে ঘটে যাওয়া নানা স্মৃতির কথা তুলে ধরেন। আবেগঘন বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার নুরুন্নবী নিটারে হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৬ সাল থেকে। তাঁর এই দীর্ঘ সময়ের অবদান নিটারের আবাসিক ব্যবস্থাপনায় স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন আবাসিক শিক্ষার্থীরা।