আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সাবস্টেশনের পরিকল্পনা ও মানসম্মত নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অবকাঠামোর মান ও কার্যকারিতা একটি দেশের শিল্পোন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের এ বিষয়ে বাস্তবমুখী ধারণা দিতে নিটারে আয়োজন করা হয় একটি বিশেষ সেমিনার।
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর কনফারেন্স রুমে সোমবার, ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত “Planning and Standardized Design of Electrical Substation” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে নিটারের Center for Research, Innovation and Resource (CRIR)।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Reverie Power and Automation Engineering Ltd.-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট (ইন্ডাস্ট্রি সলিউশনস অ্যান্ড আরঅ্যান্ডডি) ইঞ্জিনিয়ার আল আমিন হোসেন। তিনি বৈদ্যুতিক সাবস্টেশনের পরিকল্পনা, নকশা এবং মানসম্মত বাস্তবায়নের বিভিন্ন ধাপ বিশদভাবে আলোচনা করেন। একই সঙ্গে শিল্প খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সমাধানের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে তোলেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কিভাবে পরিকল্পিত সাবস্টেশন নকশা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করে, অপচয় কমায় এবং ভবিষ্যৎ শিল্পোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। বক্তা তাঁর পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন তাদের শুধু পাঠ্যবই-নির্ভর জ্ঞানের বাইরে এনে শিল্প খাতের ব্যবহারিক চিত্র উপলব্ধি করার সুযোগ করে দেয়। আয়োজক কর্তৃপক্ষও বিশ্বাস করে, নিয়মিত এ ধরনের সেমিনার ও কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জীবনে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক হবে।