নিটারে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ গত শনিবার (১৬ই আগস্ট, ২০২৫) প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনটির সূচনা হয় বেলা ৫টার দিকে বনাট্য মঙ্গল শোভাযাত্রার (র‌্যালি) মধ্য দিয়ে। শোভাযাত্রাটি নিটারের একাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে মূল ফটক প্রদক্ষিণ করে পুনরায় প্রার্থনা স্থানে এসে সমাপ্ত হয়। হাতে শঙ্খ, ঘণ্টা, বাঁশি এবং রঙিন ব্যানার নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন এ শোভাযাত্রায়। শোভাযাত্রার পুরো পরিবেশে ছিল ভক্তিমূলক সঙ্গীত, ঢাক-ঢোল ও উৎসবের আমেজ, যা ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রা শেষে নিটারের একাডেমিক ভবনের একটি নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হয় ধর্মীয় পূজা-অর্চনা। সেখানে শিক্ষার্থীরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেন। পূজা শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা জন্মাষ্টমী ও শ্রীকৃষ্ণের জীবনবিষয়ক নানা প্রশ্নোত্তরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিতভাবে অংশ নেন, যা পুরো আয়োজনকে নতুন মাত্রা প্রদান করে, পরবর্তীতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিটারে প্রথমবারের মতো জন্মাষ্টমী পালিত হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। তাদের আশা, আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এ আয়োজন হবে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ, সার্বিকভাবে দিনটি নিটার পরিবারের জন্য হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দঘন।