ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এ নিটার সায়েন্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “Beyond Borders: A Guide to Global Education (Japan Chapter)” শীর্ষক সেমিনার।
গত ৯ই সেপ্টেম্বর, ২০২৪ (রোজ মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে নিটারের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জি. নুরুন্নবী। তিনি সম্প্রতি মেক্সট স্কলারশিপ ২০২৫ অর্জন করে জাপানে পিএইচডি অধ্যয়ন শুরু করতে যাচ্ছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন নিটার সায়েন্স সোসাইটির মডারেটর মো. দিদারুল ইসলাম, প্রভাষক (ফলিত রসায়ন), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এছাড়া সংগঠনের সভাপতি আশিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিটার সায়েন্স সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) লাবিবা সালওয়া ইসলাম এর সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং শুরুতেই সোসাইটির পক্ষ থেকে সহকারী অধ্যাপক নুরুন্নবীকে পুষ্পস্তবক প্রদান করা হয়।
সেমিনারে অধ্যাপক নুরুন্নবী বলেন, “পারফেকশনিস্ট না হয়ে ধারাবাহিক হওয়া খুবই জরুরি। আমার আজকের অর্জনের পেছনে ধারাবাহিকতাই মূল ভূমিকা রেখেছে।” তিনি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ ভাগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেগুলোর উত্তর দেন। এ সময় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ে বাস্তবিক দিকনির্দেশনা পান। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।