নিটারে সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজনে বর্ণিল দীপাবলি উদযাপন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব ও শ্যামা পূজা। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক অনন্য আনন্দঘন আবহ।

গত ২০ অক্টোবর ২০২৫, রোজ সোমবার নিটার সনাতনী ক্লাব এর আয়োজনে সুনিপুণভাবে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসবা। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদীপ সাজিয়ে রাখেন। সন্ধ্যা ঘনাতেই শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন, যা মুহূর্তেই নিটার প্রাঙ্গণকে আলোকিত করে তোলে। পরে শিক্ষার্থীরা আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সংগীত, শ্রুতিকাব্য, আবৃত্তি ও স্তোত্র পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের এমন স্বল্পসময়ে সুশৃঙ্খল ও সৃজনশীল আয়োজন দেখে প্রশংসা জানান এবং ভবিষ্যতে আরও পরিপাটি ও পরিকল্পিতভাবে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন।

শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের পর্দা নামে। আলো, সংগীত ও সম্প্রীতির এই উৎসব নিটার শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।