ঢাকার অদূরে সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ এ অনুষ্ঠিত হয়ে গেল নিটার কম্পিউটার ক্লাব এর পক্ষ থেকে নবাগতদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রাম।
গত মঙ্গলবার (৬ই মে, ২০২৫ইং), নিটার কম্পিউটার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৪তম ব্যাচের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে “Hello NITER Program Contest”, “Dig the Data 3.0” এবং “App Showcase” এই তিনটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরু হয় বিকাল ২টা থেকে। ২টা ১০ মিনিটে শিক্ষকবৃন্দ আসন গ্রহণ করেন এবং এরপরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান এবং নিটার কম্পিউটার ক্লাবের কো মডারেটর সাজিয়া সাজ্জাদ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্যবইয়ের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এরপর বক্তব্য দেন ক্লাবের মডারেটর মোঃ সাইদুজ্জামান এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমান, যিনি নিটার কে একটি বহুসাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে প্রযুক্তি খাতে নিটার কম্পিউটার ক্লাবের নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন।
ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক জারিন তাসনিম তামান্না বলেন, “সকল বিভাগের শিক্ষার্থীরাই প্রোগ্রামিং-এ তাদের ক্যারিয়ার গড়তে পারে।” এছাড়াও প্রভাষক শাকিলা শফিক, উৎপল কান্তি দাশ এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন সেগমেন্ট প্রধানগণ প্রতিটি সেগমেন্ট বিশ্লেষণ এবং শিক্ষার্থীরা কীভাবে এসব কার্যক্রম থেকে দক্ষতা অর্জন করতে পারবে সে সম্পর্কে আলোচনা করেন।
এরপর নিটার কম্পিউটার ক্লাবের ২০২৪-২৫ বর্ষের সভাপতি সাকিব হাসান নতুন কমিটি (২০২৫-২৬) ঘোষণা করেন এবং নতুন নেতৃত্বের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় এক আকর্ষণীয় সারপ্রাইজ স্পট কুইজ, যাতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে নিটার কম্পিউটার ক্লাবের এর আসন্ন এআই প্রতিযোগিতা “Agent X” সম্পর্কে একটি ইনফরমেটিভ সেশন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও উদ্দীপনা জাগিয়ে তোলে।
নিটার কম্পিউটার ক্লাবের এই আয়োজন একদিকে যেমন নবাগত শিক্ষার্থীদের জন্য ছিলো প্রেরণার উৎস, তেমনি পুরনো শিক্ষার্থীদের জন্য ছিলো স্মরণীয় একটি দিন।