নিটার ক্যাম্পাসে ক্যারিয়ার সচেতনতায় আয়োজন: “ক্যারিয়ার ক্যাটালিস্ট—ক্যাম্পাস টু ক্যারিয়ার” সেমিনার অনুষ্ঠিত

অপরাজিতা অর্পা : ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ অনুষ্ঠিত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ারভিত্তিক সেমিনার, যার শিরোনাম ছিল “ক্যারিয়ার ক্যাটালিস্ট—ক্যাম্পাস টু ক্যারিয়ার”। নিটার ক্যারিয়ার ক্লাব ও ওয়ান ট্যাপ লার্নিং-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অফলাইন সেমিনারটি নিটারের শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী দিকনির্দেশনা হয়ে ওঠে।

সেমিনারটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, নিটারের কনফারেন্স রুমে। দুপুর দুইটায় শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি সেমিনারকে আরও অর্থবহ করে তোলে। পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন মাসতুরা তাবাসসুম নির্যাস, মো. ফরহাদ হোসাইন এবং ফারহান ফাহিন—যাদের সম্মিলিত উপস্থাপনায় অনুষ্ঠানটি পেয়েছিল গতিশীলতা ও সৌন্দর্য।

অনুষ্ঠানে নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার নুরুন্নবী ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন উর্মি গ্রুপের ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার) রাহাত হোসাইন শিকদার, ইন্টেলিজেন্ট লেবেল সল্যুশনের (সাউথ এশিয়া) বিজনেস অ্যানালিস্ট নাজমুল হক আহাদ, এপেক্স হোল্ডিংস লিমিটেডের মার্চেনডাইজার মো. মোরশেদ আলী এবং উর্মি গ্রুপের সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।

সেমিনারের শুরুতে মো. মোরশেদ আলী তাঁর বক্তব্যে ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র তুলে ধরেন এবং নতুনদের নিয়োগের সময় ইন্ডাস্ট্রিগুলো কী কী দিক বিবেচনা করে তা ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের মধ্যেই যদি শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করে নেয়, তবে ফ্রেশার অবস্থাতেও তারা ভালো চাকরির সুযোগ পেতে পারে।

পরবর্তী বক্তা সাইফুল ইসলাম ওয়ান ট্যাপ লার্নিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রজীবন থেকেই নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতের পথ অনেক সহজ হয়ে যায়। তাঁর বক্তব্যে ব্যক্তিগত লক্ষ্য ও অধ্যবসায়ের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।

তৃতীয় বক্তা নাজমুল হক আহাদ আলোচনা করেন ব্র্যান্ড, মার্কেটিং ও মার্চেনডাইজিং খাতে বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই পরিকল্পিত ও দূরদর্শী হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীদের। তাঁর বক্তব্যে উঠে আসে দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব আর আত্মবিশ্বাসী হয়ে ক্যারিয়ারের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা।

রাহাত হোসাইন শিকদার তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিষয়ে আলোচনা করেন। এই খাতে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি নিটারিয়ানদের জন্য ভবিষ্যতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করেন, উর্মি গ্রুপে নিটারিয়ানদের জন্য রয়েছে ভালো সুযোগ এবং তারাও ইতোমধ্যে সেখানে নিজেদের সাফল্যের ছাপ রেখেছে।

সবশেষে বক্তব্য রাখেন প্রফেসর ইঞ্জিনিয়ার নুরুন্নবী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে নানা বাস্তবমুখী পরামর্শ দেন এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর বক্তব্যের মাধ্যমে এই অনুপ্রেরণামূলক সেমিনারটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সেমিনারের প্রতিটি পর্বেই ছিল প্রশ্নোত্তর পর্ব, যা শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আগ্রহ ও অংশগ্রহণ নিশ্চিত করে। শিক্ষার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পাওয়ায় তারা ছিলেন বেশ উচ্ছ্বসিত ও সন্তুষ্ট। নিটার ক্যারিয়ার ক্লাব জানায়, ভবিষ্যতেও তারা এমন আরও আয়োজন করে শিক্ষার্থীদের ক্যারিয়ার-সচেতনতা বৃদ্ধির কাজ করে যাবে বলে প্রত্যাশা করে।